ভারতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
ভারতের অন্ধ্র প্রদেশে রোববার গভীর রাতে একটি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।
অনন্তপুর জেলার পেনুকোণ্ডা মণ্ডলে একটি লেভেল ক্রসিংয়ের সময় বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস নামের ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে ট্রাক চালক ও তার সহকারী এবং তিন ট্রেনযাত্রী নিহত হয়েছেন।নিহতদের মধ্যে রায়চুরের দেবাদুর্গ আসনের সংসদ সদস্য কংগ্রেস নেতা ভেঙ্কাটেশ নায়েকও ছিলেন।
সংঘর্ষের পর ট্রেনটির চারটি বগি লাইনের বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে বেঙ্গালুরু-গুন্টাকাল রুটের সকল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
রেলের এক মুখপাত্র অনিল সাক্সিনা জানিয়েছেন, ‘পাথর বোঝাই একটি ট্রাক ও চলন্ত ট্রেনের বগির মধ্যে সংঘর্ষের ঘটনায় রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
স্থানীয় রেল কর্মকর্তা এবং পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই