ভারতে ট্রাম্পের জন্মদিন উদযাপন শিব সেনার

ভারতের রাজধানী নয়া দিল্লির একটি পার্কে কেক কেটে ও বেলুন উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্যপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উদযাপন করেছে ভারতীয় ভক্তরা।

দেশটির ডানপন্থী হিন্দু সেনার অন্তত ২০ সদস্য তিনস্তরের একটি কেক কেটেছেন। এ সময় ট্রাম্পের ছবিতে কেক তুলে ধরে তারা ‘শুভ জন্মদিন’ জানান।

আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভারতীয় ভক্তরা মঙ্গলবার নয়া দিল্লির ওই পার্কে সাংবাদিকদের আমন্ত্রণ জানান। পার্কের একটি অংশ তাবু টানিয়ে বেলুন ও ট্রাম্পের ছবি সাটানো হয়। একটি ছবিতে ট্রাম্পের হাতে রাইফেল দেখা যায়।

হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্ত বলেন, দায়েশের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর আলোচনায় তারা উদ্বুদ্ধ হয়েছেন।

ভারতে ট্রাম্প ভক্তদের এটি দ্বিতীয় কোনো অনুষ্ঠান। গত মাসে একদল ভারতীয় আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় কামনা করেন।



মন্তব্য চালু নেই