ভারতে জেল ভেঙে পাঁচজনকে নিয়ে গেল অস্ত্রধারীরা
ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগার ভেঙে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধানসহ পাঁচ বন্দিকে নিয়ে গেছে পুলিশের পোশাকধারী কমপক্ষে ১০ সশস্ত্র ব্যক্তি।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
কারাগার থেকে পালিয়ে যাওয়া কেএলএফ-প্রধানের নাম হারমিন্দর সিং মিন্টু (৪৭)। ২০১৪ সালের নভেম্বরে দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।
হারমিন্দর ছাড়া পালিয়ে যাওয়া বাকিরা হলেন ভিকি গোন্দার, গুরপ্রিত সেখন, নিতা দেওল ও বিক্রমজিত।
মন্তব্য চালু নেই