ভারতে গরুর গোশত নিষিদ্ধ হচ্ছে!
ভারতের সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা গরুর গোশত নিষিদ্ধের ওপর বিজেপি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশের কয়েকটি প্রদেশে গরুর গোস্ত নিষিদ্ধের বিষয়টি সরকারের সঠিক সিদ্ধান্ত। কয়েকটি প্রদেশ ছাড়া সারা ভারতেই গরুর গোশত নিষিদ্ধ করা হবে। জনগণের প্রতিবাদের কোনো ভিত্তি নেই। ‘গায়ো মাতার’ সম্মান রক্ষা সকলের ওপর আবশ্যক।
সোমবার একটি ভারতীয় বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের প্রতিবাদ করলেও কিছু করার নেই। কারণ এটি একটি ধর্মীয় বিষয়।
সূত্র : নয়ে ওয়াকত
মন্তব্য চালু নেই