ভারতে কোন সংখ্যালঘু নেই : আরএসএস

ভারতের হিন্দু মৌলবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) যুগ্ম সাধারণ সম্পাদক দাত্তাত্রিয়া হোসাবেল দাবি করেছেন, অসহিষ্ণুতারসাংস্কৃতিক, জাতীয়তা ও ডিএনএ অনুযায়ী হিন্দু। তাই ভারতে কোন সংখ্যালঘু নেই। শুক্রবার আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভা চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন।

হোসাবেল সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, ‘আপনারা কাদের সংখ্যালঘু বলছেন? আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না। দেশে সংখ্যালঘুর কোন ধারণা থাকা উচিৎ নয় কারণ এখানে কোন সংখ্যালঘু নেই।

আরএসএস প্রধান মোহন ভগতের বরাত দিয়ে হোসাবেল বলেন, ‘মোহন ভগৎ ২০ বার বলেছেন যারা ভারতে জম্ম নিয়েছে তারা সবাই হিন্দু। তারা এটা মানুক চাই না মানুক, সাংস্কৃতিক, জাতীয়তা ও ডিএনএ অনুসারে তারা একই।’

হিন্দুবাদী সংগঠন বিজেপি গত বছর নির্বাচনে জয় লাভের পর আরএসএস ধর্মীয় অসহিষ্ণুতামূলক বক্তব্য রেখে আসছে। ঘর ওয়াপসি নামে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মান্তকরণ কর্মসূচিও চালিয়েছে সংস্থাটি।



মন্তব্য চালু নেই