ভারতে এইচএইভি আক্রান্ত ২১ লাখ : জাতিসংঘের প্রতিবেদন
ভারতে দিন দিন এইডস রুগির সংখ্যা বেড়েই চলছে। সবশেষ জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এ সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন বলা হয়, ভারতে প্রাণঘাতী রোগ এইডস সৃষ্টিকারি হিউম্যান ইমমিউনো ভাইরাস বা ‘এইচআইভি’ আক্রান্ত লোকের সংখ্যা ২১ লাখ।
জাতিসংঘের ওই প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে আরো বলা হয়েছে, বিশ্বের ‘এইচআইভি’ আক্রান্ত লোকের এক-তৃতীয়াংশই ভারতে বসবাস করে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘এইচআইভি’-এ আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে চারজনই ভারতে বাস করে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বে ‘এইচআইভি’ আক্রান্ত সাড়ে তিন কোটি মানুষ রয়েছে। যার মধ্যে এক কোটি ৯০ লাখ মানুষই জানেন যে, তারা এ মারণব্যাধির জীবাণু বয়ে বেড়াচ্ছেন।
এছাড়া ‘এইচআইভি’ আক্রান্তের মধ্যে ভারতে মাত্র ৩৬ শতাংশ চিকিৎসার আওতায় এসেছে। অন্যদিকে এইডস সংক্রান্ত রোগে আক্রান্তদের মধ্যে ৫১ শতাংশ মারা যায় ভারতে। (সূত্র: রেডিও তেহরান)
মন্তব্য চালু নেই