ভারতে অ্যালকোহল পানের হার বেড়েছে ৫৫ শতাংশ

ভারতে গত ২০ বছরে অ্যালকোহল পানের হার বেড়েছে ৫৫ শতাংশ। এই বর্ধিত পানকারীর বেশির ভাগই তরণ-তরুণী। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

প্যারিসভিত্তিক সংগঠন ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট) ৩৪টি সদস্য রাষ্ট্র এবং কিছু অসদস্য রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ওই গবেষণা পরিচালনা করে। গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বলেছে, যুবকরা খুব কম বয়সেই অ্যালকোহল পানের দিকে ঝুঁকছে।

অন্যদিকে, আগের তুলনায় এখন অনেক তরুণী বিভিন্ন সমস্যায় জড়িয়ে অ্যালকোহল পানের দিকে অগ্রসর হচ্ছে। ১৯৯২ থেকে ২০১২ সাল পর্যন্ত ২০ বছরের ওপর পরিচালিত ওই গবেষণায় অ্যালকোহল পানকারীর তালিকায় ভারতের অবস্থান চলে এসেছে তিন নম্বরে। এর আগে রয়েছে রাশিয়ান ফেডারেশন ও এস্তোনিয়া। এছাড়া ভারতের পাশাপাশি রয়েছে চীন, ইসরায়েল ও ব্রাজিল।

গবেষণায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অল্প বয়সে অ্যালকোহল পানের অভিজ্ঞতা তরুণ-তরুণীদের দীর্ঘ মেয়াদি সমস্যায় ফেলবে।



মন্তব্য চালু নেই