ভারতের হিন্দু মৌলবাদী এমপি রোজাদার মুসলমানকে খেতে বাধ্য করেছে

ভারতের হিন্দু মৌলবাদী সংগঠন শিব সেনার একজন এমপি একজন রোজাদার মুসলমানকে খেতে বাধ্য করেছে। মহারাষ্ট্রের সদনে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ভারতের রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কোম্পানি ওই সদনে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে।মহারাষ্ট্র সদন আবাসিক কমিশনারের কাছে দায়ের করা এক অভিযোগ বলা হয়, আরশাদ নামের তাদের আবাসিক ম্যানজারকে চাপাতি খেতে বাধ্য করেছে শিব সেনার এমপি অরবিন্দ সাওয়ান্ত।

এ সময় শিব সেনার আরো কয়েক নেতা সেখানে উপস্থিত ছিলেন।এ ঘটনা নিয়ে একটি দৈনিকে প্রথম পৃষ্ঠায় রিপোর্ট প্রকাশিত হলে তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেন শিব সেনা নেতা সঞ্জয় রাউট।
কংগ্রেসে এমপি মিলিন্দ দেওরা অরবিন্দকে নিয়ে উপহাস করে এক টুইট বার্তায় বলেছেন, প্রথম সংবাদেই প্রথম পৃষ্ঠায় জায়গা করে নিয়ে দক্ষিণ মুম্বাইয়ের এমপি আমাদের গর্বিত করেছে।



মন্তব্য চালু নেই