ভারতের সেনারা কথার চেয়ে কাজ করে বেশি : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী কথার চেয়ে কাজ করে বেশি। তাদের প্রতি আমাদের পুরো আস্থা আছে।
রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে কাশ্মীরে হামলায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, ‘আমাদের মতো নাগরিকদের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, কথা বলার অনেক সুযোগ রয়েছে এবং আমরা অনেক কথা বলিও। কিন্তু আমাদের সেনা বাহিনী বেশি কথা বলে না, সেনাবাহিনী বীরত্বেই জবাব দেয়।’
উরি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। যাকে কার্যত যুদ্ধের আবহ বলে মনে করা হচ্ছে। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় অতিরিক্ত সেনা মোতায়েন ও দুই দেশের যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে। এ প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার সেনা প্রধানদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। শনিবার পাকিস্তানের কড়া সমালোচনার পর রোববার রেডিও বার্তায় ভারতীয় সেনাদের প্রশংসা করেন তিনি।
পাশাপাশি কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে মোদি বলেন, কাশ্মীরের মানুষ চান, শান্ত হোক উপত্যকা। সেখানকার কৃষকরা ফসল নিয়ে চিন্তিত।
কাশ্মীরের সাধারণ মানুষ রাষ্ট্রদ্রোহীদের চিনতে শুরু করেছে উল্লেখ করে মোদি বলেন, শান্তি, একতা ও সুনাম উন্নতির মূলমন্ত্র।
সূত্র : হিন্দি দৈনিক জাগরণ।
মন্তব্য চালু নেই