ভারতের পররাষ্ট্র সচিব বরখাস্ত
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লি ছাড়ার একদিন পরই পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করল মোদি প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এ ছাঁটাইয়ের কথা জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সুজাতার অবসরের ঠিক আট মাস আগে অপ্রত্যাশিত এ ঘোষণাটি এলো। তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা সুব্রমানিয়াম জয়শঙ্করকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশটিতে ২৮ বছর আগে এ ধরনের বরখাস্তের ঘটনা ঘটেছিল। ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পররাষ্ট্র সচিব এপি ভেঙ্কটশরণকে বরখাস্ত করেছিলেন।
জানা গেছে, সুজাতা ও তার কাজের ব্যাপারে নাখোশ ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে তিনি বিষয়টি প্রকাশ্যেও এনেছেন। কিন্তু দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চেয়েছিলেন সুজাতা তার অবসরের আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাক।
ওবামার ভারত সফরের পর সুজাতাকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তটি ঘোষণা করা হলো।
মন্তব্য চালু নেই