‘ভারতের নৃশংসতা বিশ্বের সামনে তুলে ধরা হোক’

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর তার মধ্যেই অমৃতসরে হার্ট অফ এশিয়া কনফারেন্সে হাজির হন পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র সরতাজ আজিজ।

আর তার বিরুদ্ধে এবার মুখ খুলল মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদ।
পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে একটি জনসভায় হাজির হয়ে আজিজের বিরুদ্ধে সুর চড়ায় জামাত-উদ-দাওয়া প্রধান। মুম্বাই হামলার মাস্টার মাইন্ডের কথায়, ভারতে গিয়ে পাকিস্তানকে অপমান করেছেন সরতাজ আজিজ। শুধু তাই নয়, সরতাজ আজিজের ভারত সফরের ফলে, কাশ্মীরকেও অপমান করেছেন তিনি।

ভারত যেভাবে কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলেও মুম্বই হামলার মাস্টার মাইন্ড দাবি করে l সইদের কথায়, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যেভাবে জম্মু কাশ্মীরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাকিস্তান সরকারেরও উচিত সেই একইভাবে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানো।

মুজফ্ফরাবাদের ওই জনসভায় হাফিজ সইদের পাশপাশি আরও বেশ কিছু জঙ্গি নেতা হাজির হয়েছিল। যার মধ্যে সাইদ সালাউদ্দিন, রেহমান মাকি, আবদুল আজিজ আলি, লিয়াকত বালোচ উল্লেখযোগ্য।



মন্তব্য চালু নেই