ভারতের ড্রোন বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

কাশ্মীর সীমান্তে এক ভারতীয় ড্রোনবিমান ভূপতিত করার দাবি করেছে পাকিস্তান। তবে তাদের ওই দাবি নাকচ করে দিয়েছে ভারত। বুধবারেরএইঘটনাকেকেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। যদিও সপ্তাহ খানেক আগে রাশিয়ার উফায় মোদী-নওয়াজ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আভাষ মিলেছিল।

বুধবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,‘কাশ্মীরের সীমান্তবর্তী ভিমবারঅঞ্চলে ভারতের একটি গোয়েন্দা ড্রোন বিমানকে গুলি করে ভূপতিত করেছে পাক সেনারা। বিমানটি গোপনে ছবি নেয়ার সময় এটিকে লক্ষ্য করে গুলি করা হয়।’ এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ।

তবে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। ওই মুখপাত্র বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন,‘পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর বেরিয়েছে। তবে ভারতীয় বিমান বাহিনীর কোনো মনুষ্য বিহীন বিমান বিধ্বস্ত হয়নি।’



মন্তব্য চালু নেই