‘ভারতের চেয়ে অস্ট্রেলিয়া ভালো’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত টানা জিতেছিল ভারত। কিন্তু শেষমেষ অসিদের সঙ্গে পেরে উঠেনি মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজেও তাদের হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। এমনকি অপর দল ইংল্যান্ডের সঙ্গেও জিততে পারেনি ভারত।

বিশ্বকাপে এসে সেই দলটি অভাবনীয় জয় তুলে নিতে থাকলো এবং সেমিফাইনালে গিয়ে হারলো মাইকেল ক্লার্কের দলের কাছে। এটা ভারতীয় সমর্থকরা মানতে না পারলেও মোটেও অবাক হননি সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। তার দাবি, ভারতের থেকে ভালো দল অস্ট্রেলিয়া, ‘ভারতীয় দল বিশ্বকাপে খুব খারাপ খেলেনি। তবে অস্ট্রেলিয়া ভারতের চেয়ে ভালো দল, এটা মেনে নেওয়া উচিৎ। ঘরের মাঠে দল হিসেবে অস্ট্রেলিয়া সত্যি ভারতের চেয়ে এগিয়ে। শুধু বিশ্বকাপ সেমিফাইনাল নয়, ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচেই অস্ট্রেলিয়া বেশি ভালো খেলেছে।’

অভিজ্ঞ বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খানকে ছাড়াই ২০১৫ বিশ্বকাপ খেলেছে ভারত। দলের বেশিরভাগ সদস্যই তরুণ। তাদের নিয়ে পরের বিশ্বকাপে দারুন আশাবাদী দ্য ওয়াল, ‘এই দলটা বয়সে তরুণ। দলের অধিকাংশই পরের বিশ্বকাপে খেলবে। আমার বিশ্বাস, তখন তারা ভালো করবে। তবে টেস্ট ক্রিকেটে কিছু জায়গায় উন্নতি দরকার।’

আইপিএলে একসময় রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন। এখন সেই দলেরই মেন্টরের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়।



মন্তব্য চালু নেই