ভারতের কোহিনূর চুরি নয়, উপহার দেয়া হয়েছিল!
সোমবার সুপ্রিম কোর্ট এ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোহিনুর হীরা চুরি করেননি। শিখ রাজকীয় মহারাজা রণজিৎ সিং ব্রিটেনকে উপহারস্বরূপ কোহিনূরের হীরা প্রদান করেন।
এ বিষয়ে সরকার বিভাগের প্রধান বিচারপতি এবং সর্বোচ্চ আদালত বেঞ্চ এর বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি উদয় উমেশ ললিত জনস্বার্থে এই রায়ের প্রতিক্রিয়া জানান।
ভারতের একটি এনজিও, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফোরাম, হীরা ভারতে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করতে সরকারকে নির্দেশ দেন। তারা মূলত এই নির্দেশ প্রদানের জন্য আদালতে মামলা করেন।
আদালত এখন সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে। আসলে হীরার দাবিদার কে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ দেখানোর আদেশ জানিয়েছে আদালত। সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মন্তব্য চালু নেই