ভারতের অগ্নি-৫ দিয়ে নিশ্চিহ্ন করা যাবে চীনকে

জস্ব প্রযুক্তিতে তৈরি ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এক টন ওজনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় পুরো চীন এখন ভারতীয় ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। এমন দাবি করা হয়েছে ভারতের সংবাদমাধ্যমে।

সংশ্লিষ্ট কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার কলকাতা টুয়েন্টিফোর জানায়, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোনও কোনও অংশে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। চীনকে অন্যতম প্রধান শত্রু দেশ মনে করে ভারত। সীমান্তসহ নানা বিষয় নিয়ে দেশটির সঙ্গে ভারতের টানাপড়েন রয়েছে। ফলে এই মিসাইলের পরীক্ষা সফল হওয়াতে গোটা চীন এবার চলে এসেছে ভারতের নিয়ন্ত্রণে!



মন্তব্য চালু নেই