ভারতীয় সেনাদের লাশ নিয়ে পাকিস্তানি সেনাদের বর্বরতা

পাকিস্তানি সেনারা নিহত দুই ভারতীয় সেনার মৃতদেহ বিকৃত করেছে।

জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমানার নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানিদের চালানো হামলার পর ওই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় শাখা থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএসএফের চৌকিতে হামলা চালানোর পর পাকিস্তানি সেনারা টহলে থাকা ভারতীয় সেনাদের একটি দলের ওপর হামলা চালায়। এতে নিহত হন দুই সেনা। পরে পাকিস্তানিরা তাদের লাশ নিয়ে বর্বরতা চালায়।

ভারতীয় সেনাবাহিনী এ ঘটনাকে ‘অসেনাসুলভ’ বলে আখ্যা দেয় এবং এর ‘সমুচিত জবাব’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

অন্যদিকে, বিএসএফ কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পুঞ্চের কৃষ্ণাগাতি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি চৌকি থেকে ভারতীয় চৌকির ওপর রকেট ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিএসএফের দুজন সদস্য নিহত ও এক জন আহত হন।

পাকিস্তানি সেনাবাহিনী গত মাসে পুঞ্চ ও রাজাউরি জেলার সীমান্তে নিয়ন্ত্রণরেখায় সাতবার শান্তি চুক্তি ভঙ্গ করেছে। ১৭ এপ্রিল রাজাউরির নওশেরা সেক্টরের সীমানাচৌকিতে তারা মর্টার ছোঁড়ে। ১৯ এপ্রিল পুঞ্চ সীমানায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালায়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন



মন্তব্য চালু নেই