ভারতীয় পতাকায় রঙিন বুর্জ খলিফা

ভারতের ৬৮তম গণতন্ত্র দিবসে দেশটির পতাকার রঙে রঙিন হয়ে উঠল বিশ্বের বৃহত্তম অট্টালিকা বুর্জ খালিফা। জানা যায়, বুধবার এবং পরের দিন দুবাইয়ের এই বাড়িটি এ রঙই ধারন করে থাকবে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরব আমিরশাহি গিয়েছিলেন। তখন সোশ্যাল মিডিয়ায় তিনরঙা বুর্জ খলিফার ছবি ছেয়ে গিয়েছিল।

পরে জানা যায়, সে ছবি ভুয়া। এবার আর ভুয়া নয়, সত্যিই গেরুয়া, সাদা, সবুজে ত্রিবর্ণশোভিত হয়ে উঠেছে বুর্জ খলিফা। সে দেশের সংবাদ পত্র ‘‌খলিজ টাইমস’‌–এর খবর অনুযায়ী দুবাই–এর ফাউন্টেশ শো–ও তিনরঙা হয়ে উঠছে। সেখানে ভারতের গণতন্ত্র দিবসকে সম্মান জানাতে পতাকা উত্তোলন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। প্রথমে ভারতের দুতাবাসে পরে ওদ মেথায় ইন্ডিয়ান হাইস্কুলের মাঠে পতাকা তোলা হবে। এই অনুষ্ঠানে নানাবিধ ভারতীয় রান্নার প্রদর্শনী এবং বিক্রি করা হবে। সূত্র: আজকাল।



মন্তব্য চালু নেই