ভারতীয় তুলা আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান
পাক-ভারত সীমান্তের উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে দুই দেশের বাণিজ্যে। ভারত থেকে তুলা এবং কৃষিজাতীয় সব ধরনের পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় কৃষকদের দাবির পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, তা এ দেশের বাজারের জন্য যথেষ্ট। ভবিষ্যতের কথা ভেবেই ভারত থেকে পণ্য আমদানি করে মজুত রাখা হয়।
ভারত-পাক সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘনের কারণে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছে। তবে দেশটির ওয়াগা সীমান্ত দিয়ে তুলা আমদানি করা যাবে না। গত বৃহস্পতিবার সীমান্তে ১১টি তুলা বোঝাই ট্রাককে আটকে দেয়া হয়।
মন্তব্য চালু নেই