ব্লাটাররা বেতন-বোনাস নিয়েছেন ৮০ মিলিয়ন ডলার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার, মহাসচিব জেরোমি ভালকে ও অর্থ পরিচলাক মারকাস কাটানার পাঁচ বছরে বেতন ও বোনাস হিসেবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার নিয়েছেন।

সুইজ পুলিশের অভিযান চালানোর এক দিন পর শুক্রবার ফিফার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ২০১১-২০১৫ সালের মধ্যে যোগসাজশে নিজেদেরকে ধনী বানিয়েছেন ফিফার এই তিন কর্মকর্তা।

বৃহস্পতিবার চালানো অভিযানে অনেক কাগজপত্র ও ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এগুলো ব্লাটার ও ভালকের বিষয় তদন্তের সাথে জড়িত বলে জানানো হয়েছে।

ফিফার অর্থ অপচয়ের অভিযোগে ফেব্রুয়ারিতে ব্লাটার ও ভালকেকে যথাক্রমে ৬ বছর ও ১২ বছরের জন্য ফিফা থেকে নিষিদ্ধ করে সংস্থাটির নৈতিক কমিটি। তবে তারা উভয়ই অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যাটর্নি জেনারেল অব সুইজারল্যান্ডের এক বিবৃতিতে জানিয়েছে, ‘জব্দ করা কাগজপত্র ও ইলেকট্রনিক উপাত্ত পরীক্ষা করে দেখা হবে যে চলমান প্রক্রিয়ার (তদন্ত) সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা।’



মন্তব্য চালু নেই