ব্রিটেনে বিড়ালের মদের দোকান!

কেউ যদি বিড়াল ভালোবাসে কিংবা মদ ভালোবাসে কিংবা দুটোকেই ভালোবাসে তাকে অবশ্যই ইংল্যান্ডের এই অদ্ভুত মদের দোকানের সম্বন্ধে জানা উচিৎ। এটাকে তারা বলে ‘ক্যাট পাব’। ব্রিটেনের ব্রিসটলের সেন্ট জর্জ রোডে অবস্থিত এই মদের দোকান।
এই দোকানে ইতিমধ্যেই আছে প্রায় ১৫ টি বিড়াল। দোকানের মালিক লুক ডেনিয়েলস বলেছেন, এক সময় আমাদের বিড়াল ছিল প্রায় ২৪ টি কিন্তু সেটা অনেক বেশি হয়ে যায়। তবে বেশিরভাগ মানুষের কাছ থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শুধু বিড়ালে অ্যালার্জি থাকায় মাঝেমধ্যে দুএকজন মানুষ এখানে ঢুঁকে আবার বেরিয়ে গেছে। এটা মূলত একটু পুরনো ধারার মদের দোকান কিন্তু আড্ডা দেয়ার জন্য চমৎকার জায়গা।
মন্তব্য চালু নেই