ব্রিটেনে ঢুকে পড়েছে জঙ্গিরা, চূড়ান্ত সতর্কতা জারি
ব্রিটেনের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হল। সম্ভাব্য জঙ্গিহানা বা হ্যাকারদের আক্রমণের আশঙ্কা থেকেই জারি করা হয়েছে সতর্কতা, খবর ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থাগুলি গত ২৪ ঘন্টায় এই নিয়ে একাধিকবার জঙ্গি হানার সতর্কতা জারি করল। নিরাপত্তার বেড়া টপকে সে দেশে কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। জঙ্গিরা আইএসআইএস বা অন্য কোনও সংগঠনের সদস্য হতে পারে বলে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে।
কয়েকটি দেশ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনের মতো বৈদ্যুতিন সামগ্রী নিয়ে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে জঙ্গিরা ব্রিটিশ বিমানবন্দর পেরিয়ে দেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ ইন্টেলিজেন্স। এমনিতেই সে দেশের অধিকাংশ বিমানবন্দরগুলির মালিকানা বেসরকারি হাতে থাকায় প্রশাসন আরও উদ্বিগ্ন।
পাশাপাশি, ব্রিটেনের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলিতে হ্যাকাররা হানা দিতে পারে বলে গোপন সূত্রে খবর পেয়েছেন গোয়েন্দারা। তাই পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলির ইন্টারনেট ডিফেন্স ব্যবস্থায় কোনও ত্রুটি রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শক্তিমন্ত্রী জেসসি নরম্যান জানিয়েছেন, সাইবার হামলা রুখতে ১.৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে সাইবার সিকিউরিটির পিছনে। কিন্তু তা সত্ত্বেও ব্রিটেনের ১৫টি অপারেশনাল রিঅ্যাক্টরে জঙ্গি বা হ্যাকারদের আক্রমণের আশঙ্কা করছে প্রশাসন। সরকারি ও বেসরকারি- দুই সূত্র থেকেই সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার খবর মিলেছে বলে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে।
মন্তব্য চালু নেই