ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশ ইস্যু

আর মাত্র দুদিন বাদেই ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনে বেশ কজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

এই নির্বাচনকে কেন্দ্র করে ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশীদের একটা অংশ বাংলাদেশের রাজনীতির নেতিবাচক অনেক বিষয় দিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বলে শোনা যাচ্ছে।

লন্ডনের সাংবাদিক নাহাস পাশা বলেন, সিদ্দিক বেশ সতর্কতার সাথে বাংলাদেশের রাজনীতির বিষয় এড়িয়ে যাচ্ছেন।

তিনি তার আসনের ভোটারদের ইস্যু নিয়েই প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রচারণা এই নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন পাশা।

টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসনে লেবার পাটির প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরে তার সাথে ছিলেন তিনি।

সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তোলা একটি ছবি ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রচারণায়।

ব্রিটেনের স্থানীয় পত্রিকায় সেনিয়ে খবরও বেরিয়েছে। মিজ সিদ্দিক তার ব্যাখ্যা দিয়ে বলেছেন তিনি সেখানে কোন রাষ্ট্রীয় সফরে যাননি বরং খালার সাথে দেখা করতে গিয়েছিলেন। ব্রিটেনের মূলধারার পার্টিগুলো অবশ্য এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না বলে জানান পাশা।-বিবিসি



মন্তব্য চালু নেই