ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য
অবশেষে শ্বাসরুদ্ধকর দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিলেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।
শনিবার কেনসিংটন প্যালেস থেকে এ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজপরিবারের সদস্যরা উল্লাস করেন। এক বিবৃতিতে রাজপ্রাসাদ থেকে জানানো হয়, ব্রিটিশ সময় সকাল ৮টা ৩৪ মিনিটে শিশুটি ভূমিষ্ঠ হয়। মা ও শিশু দু’জনেই সুস্থ আছে। এই শিশু ব্রিটিশ রাজ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী।
বাবা ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম শিশু ভূমিষ্ঠের সময় উপস্থিত ছিলেন। শিশুটির ওজন হয়েছে ৮ পাউন্ড ৩০ আউন্স।
২০১৩ সালে জুলাই মাসে ডাচেস একটি ছেলে সন্তান জন্ম দেন। এই শিশুর নাম রাখা হয়েছে জর্জ। জর্জের বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগেই তার বোনের জন্ম হলো।
সেসময় সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইং এ ভর্তি হয়েছিলেন ডাচেস। এবারো সেখানেই কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি।
কেনসিংটন প্যালেসের বিবৃতিতে আরো জানানো হয়েছে, রানী ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলশ, ডাচেস অব কর্নওয়াল, প্রিন্স এবং রাজপরিবারের অন্য সদস্যদের এ সুখবর পৌঁছানো হয়েছে।
মন্তব্য চালু নেই