ব্রিটিশ গোয়েন্দাকে বন্দি করেছে ইরান
ব্রিটিশ এক গোয়েন্দাকে আটকের দাবি করেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে গত সপ্তাহে ওই ব্যক্তিকে আটক করা হয়। ইরান জানিয়েছে, আটক ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
তেহরানের প্রসিকিউটর জেনারেল আব্বাস জাফারি দোলাটাবাদি বলেন, অভিযুক্ত ব্যক্তি ইরানে অর্থনৈতিক খাতে কাজ করছিলেন। তবে তিনি আটক ব্যক্তির পরিচয় জানাননি। প্রসিকিউটর জানান, পশ্চিমাদের হয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অভিযানের অংশ হিসেবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত বছর পারমাণবিক চুক্তির পর ইরানের কট্টরপন্থীরা কঠোর অবস্থান নিয়েছেন। গত বছর ইরানের রেভ্যুলিউশনারি গার্ড আরও ৬ দ্বৈত নাগরিক ও প্রবাসীকে গ্রেফতার করে। অন্যদেশ থেকে ইরানে ফেরার পর তাদের গ্রেফতার করা হয়। দ্বৈত নাগরিকদের গ্রেফতারের সর্বোচ্চ সংখ্যা ছিল গত বছর। দেশটির সরকারের পক্ষ থেকে বিস্তারিত না জানিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ফোন করে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিকে আটক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
মন্তব্য চালু নেই