ব্রাজিলে বাস খাদে, নিহত ৪২

দক্ষিণ ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির প্রশাসনের পক্ষ থেকে রবিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগে ৩২ জন নিহতের খবর জানানো হলেও লাশ উদ্ধারের পর বর্তমানে নিহতের সংখ্যা ৪২-এ পৌঁছেছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে।

এ পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫০ আরোহী ছিল। শনিবার রাতে সান্তা কাতারিনা রাজ্যের জয়েনভিল শহরের পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় ৪০০ মিটার (১৩০০ ফুট) উপর থেকে বাসটি পড়ে যায়।

দূর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হলেও ঘন গাছপালার কারণে তা নামতে পারেনি।

এখন পর্যন্ত দুর্ঘটনাটির প্রকৃত কারণ জানা না গেলেও সম্ভবত বাসচালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রাতের বেলায় বাসটি গভীর খাদে পড়ে যায়। উপত্যকাটি গাছপালায় পূর্ণ হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পর্বতময় অঞ্চলটি দেশটির অন্যতম পর্যটন এলাকা। বাসটিতে থাকা যাত্রীরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই