ব্রাজিলের ফুটবলার বহনকারী বিমান বিধ্বস্ত
ব্রাজিলের পেশাদার ফুটবল ক্লাব শ্যাপেকোন্সের সদস্যসহ ৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে কলম্বিয়ার রাজধানী মেডেলিনে বিমান বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়া টুডে, রয়টার্স, দ্য গার্ডিয়ান ও বিবিসি।
বিমানটিতে খেলোয়াড়রাসহ ৮১ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম মি ওরিয়েন্ট জানিয়েছে, মঙ্গলবার বিকাল পৌনে ৭টায় কোপা সুদামেরিকানা টুর্নামেন্টের ফাইনাল খেলার সময়সূচি নির্ধারিত ছিল।
এতে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশনালের বিপক্ষে ব্রাজিলের শ্যাপেকোন্স ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল।
এ উপলক্ষে সোমবার রাতে বলিভিয়ার সান্তা ক্রুজ ডি লা সিয়েরা বিমানবন্দর থেকে আরজে-৮৫ ফ্লাইটে মোট ৮১ জন যাত্রী নিয়ে কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ জোসে মারিয়া করডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা করে বিমানটি।
কিন্তু উড্ডয়নরত অবস্থায় জ্বালানি ফুরিয়ে গেলে লা ইউনিয়ন শহরের কেরো গরডো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে ওরিয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবল এক ঘোষণায় কোপা সুদামেরিকানা টুর্নামেন্ট স্থগিত করার কথা জানিয়েছে।
মন্তব্য চালু নেই