ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ করেছেন। নিজের ভাইস প্রেসিডেন্টই এই অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের ফাঁস হওয়া একটি অডিওবার্তার বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
দুর্নীতির অভিযোগে ইমপিচমেন্টের খড়গ ঝুলছে রুসেফের ওপর। সোমবার দেশটির কংগ্রেস কমিটি তার বিরুদ্ধে পার্লামেন্টের নিম্মকক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে। আগামী সপ্তাহে নিম্মকক্ষে প্রস্তাবটি পাশ হলে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে রুসেফকে।
ফাঁস হওয়া অডিওবার্তার বরাত দিয়ে রুসেফ বলেন, তার বিরুদ্ধে যারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমার অন্যতম নাটের গুরু। সোমবার এই অডিওবার্তাটি ফাঁস হয়েছে। তবে কে এটি ফাঁস করেছে তার নাম জানাননি রুসেফ।
তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে তারা এখন প্রকাশ্যে দিনের আলোতেই ষড়যন্ত্র করছে।’
অডিওবার্তাটি মাইকেল টিমার তার সমর্থকদের উদ্দেশে পাঠিয়ে ছিলেন। এতে তিনি রুসেফকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর কথা বলেছেন। একই সঙ্গে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়েও তাকে কথা বলেতে শোনা গেছে।
অডিওবার্তার বিষয়টি স্বীকার করে ভাইস প্রেসিডেন্ট টিমার বলেছেন, অডিওবার্তাটি দুর্ঘটনাবশত ফাঁস হয়েছে।
মন্তব্য চালু নেই