ব্রাজিলের পর এবার আমেরিকা-কানাডায় জিকা ভাইরাস

জিকা ভাইরাসের কারণে ব্রাজিলে ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে হাজার হাজার শিশু। আর একারণে দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে যেন এখন কেউ সন্তান না নেয়। জিকা ভাইরাসের এই প্রকোপ ব্রাজিল ছাড়িয়ে এবার আমেরিকা, কানাডা এবং চিলিতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন (হু)।

হু’র মহাপরিচালক মার্গারেট চান সংস্থাটির এক্সিকিউটিভ বোর্ডে সোমবার জানিয়েছেন, তিনি আমেরিকায় হু’র প্রধান কেরিসা এতেইনিকে তাদের বোর্ডে এই ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করতে বলেছেন। সেই সঙ্গে তিনি এই সময়ে হু’র দায়িত্ব সম্পর্কে বোর্ডের সদস্যদের একটি সংক্ষিপ্ত ব্রিফিং দেয়ারও নির্দেশ দিয়েছেন।

ড. চ্যান আরো জানিয়েছেন, ‘জিকা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে জানাতে এবং জরুরি সময়ে সাড়া দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এর আগে নভেম্বরে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, মশার কারণেই ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস। আর এই ভাইরাস বহনকারী মশার কামড়ে মাইক্রোসিফেলি নামক রোগ হচ্ছে। ফলে ওই ভাইরাসে আক্রান্ত শিশুরা অপেক্ষাকৃত ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাচ্ছে।

ব্রাজিলে প্রায় ৩ হাজার ৮শ ৯৩ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে শুক্রবার হু’র এক প্রতিবেদনে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই