ব্যাগ ও ফ্রিজের ভেতর ৫ শিশুর লাশ
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ব্যাগ ও ফ্রিজের ভেতর থেকে পাঁচ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর এএফপির।
ফরাসী টেলিভিশন চ্যানেল আইটেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে একটি ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধারের পর বাড়িটিতে তল্লাশী চালিয়ে আরও চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। বোরডক্স শহরের লুচেটের একটি বাড়ি থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়।
ওই শিশুদের বাবার ব্যাগ থেকে এক নবজাতকের লাশ পাওয়ার পর পুলিশ বাড়িটিতে আরও তল্লাশী চালায়। এ সময় ফ্রিজের ভেতর থেকে আরও চার শিশুর লাশ পাওয়া যায়।
এ ঘটনার পর শিশুদের ৪০ বছর বয়সী বাবাকে জেলহাজতে নেওয়া হয়েছে। তাদের ৩৫ বছর বয়সী মা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সম্ববত ওই নারী বাড়িতে সন্তান জন্ম দিয়েছেন। তাকে গাইনোলজিক্যাল ও মানসিক অবস্থা পরীক্ষার জন্য বোরডক্স হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাটির প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা লাশগুলোর ময়নাতদন্ত করা হবে।
ওই দম্পত্তির ১৩ ও ১৫ বছর বয়সী দুই মেয়ে ছিল।
মন্তব্য চালু নেই