ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই
পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে নবাববাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) আহাদুজ্জামান মিয়া জানান।
গুলিবিদ্ধ বাদল মুন্সীকে (৩২) প্রথম মিটফোর্ড হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে।
এসি আহাদ বলেন, বাদামতলীর পাইকারি ফলের দোকান দীপা এন্টারপ্রাইজের তিন মালিকের একজন বাদল।
ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখায় জমা দিতে ১৬ লাখ টাকা নিয়ে দোকানের দুই কর্মচারী পলাশ ও বশিরকে সঙ্গে করে দুপুর আড়াইটার দিকে যাত্রা করেন তিনি।
“পথে নবাববাড়ি পুকুরপাড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা পাঁচ থেকে ছয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে। বাদলের পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।”
তিনি বলেন, পুরান ঢাকার ব্যবসায়ীদের অনেকেই কয়েক লাখ টাকা নিয়ে ব্যাংকে যাওয়া-আসা করেন। সব সময় পুলিশকে অবহিত করেন না তারা।
মন্তব্য চালু নেই