বোরখা পরা মহিলার সাথে তুলনা, মন্ত্রীকে ধুয়ে দিলেন কাশ্মীরী তরুণী

বোরখা পরা এবং খাঁচায় বন্দি এক মহিলার ছবি দিয়ে তার সঙ্গে ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিমের তুলনা করে বিতর্কে জড়ালেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। এক প্রকার মন্ত্রীকে ধুয়ে দিলেন কাশ্মিরের তরুণী জায়রা।

তাকে তুলনা করায় তীব্র সমালোচনা করে জায়রা বলেছেন, এই ধরনের অসৌজন্যমূলক ছবির সঙ্গে তাকে জড়ানো উচিত নয়।

গতকাল দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে শিল্প উৎসবের উদ্বোধন করেন ভারতের ক্রীড়ামন্ত্রী। সেখানে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘এই ছবি জায়রা ওয়াসিমের ঘটনার মতোই। আমাদের দেশের মেয়েরা খাঁচা ভেঙে বেরিয়ে এসে এগিয়ে যাচ্ছে। মেয়েরা আরও ক্ষমতা পাচ্ছে।’

ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে পাল্টা জবাব দেন জায়রা। তিনি হিজাবের পক্ষেও সওয়াল করেন। এরপরেই আত্মপক্ষ সমর্থন করে ক্রীড়ামন্ত্রী বলেন, জায়রা তাকে ভুল বুঝছেন। তিনি জায়রার কাজের প্রশংসাই করেছেন।



মন্তব্য চালু নেই