বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
পাকিস্তানের পাঞ্জাবে নিজ রাজনৈতিক কার্যালয়ে বোমা হামলার ঘটনায় রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) সূজা খানজাদা নিহত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডা. সাঈদ এলাহী রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডননিউজের।
শাদি খান গ্রামে রবিবার ঘটা ওই বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরণের ফলে ভবনটির ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। আশপাশের বাড়ি-ঘরের জানালা ভেঙে গেছে বলেও জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ৫০-১০০ জন ভবনটির ধ্বংসস্তূপের মাঝে আটকা পড়েছে। সেখান থেকে এ পর্যন্ত অন্তত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে অবস্থান করছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সোহরাব খানজাদা জিও নিউজকে বলেছেন, তার বাবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এটা একটা আত্মঘাতী হামলা।
এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী।
গত বছরের অক্টোবরে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন সূজা। সেনাবাহিনীতে থাকাকালীন সন্ত্রাসবাদবিরোধী বিভিন্ন অভিযানে সরাসরি অংশ নেন তিনি।
মন্তব্য চালু নেই