বোমায় দগ্ধ সেই গাড়ি চালকও মারা গেলেন
৯ জানুয়ারি রাজধানীর মগবাজারের আগোরা শপিং কমপ্লেক্সের সামনে রাত সোয়া এগারটার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ গাড়ি চালক আবুল কালাম আজাদ (২৬) মারা গেছেন।
বৃস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বাড়ি বরিশালের রানতা আগৌলঝাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হক হাওলাদার।
নিহতের ভাই আবু তালেব জানান, ‘কালাম রাজধানীর কলাবাগান ৮৭ নম্বর রোডের সাংবাদিক মাহবুবের প্রাইভেট কার চালাতেন। ঘটনার দিন মালিককে একটি বিবাহের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বের করেছিলেন কালাম।’
চিকিৎসকরা জানিয়েছেন, ‘তার শ্বাসনালীর ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।’
ঢামেকের বার্ণ ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ‘সহিংসতার ঘটনায় ঢামেকের বার্ণ ইউনিটে এখন ২২ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ১২ জন ভর্তি হয়। বুধবার মুরাদ মোল্লা নামে এক হেলপার মারা যায়। বৃহষ্পতিবার মারা গেলেন আবুল কালাম আজাদ।’
মন্তব্য চালু নেই