বোকো হারামের কবল থেকে ২৩৪জন উদ্ধার
নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের কবল থেকে আবারও নারী ও শিশু উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের সামবিসা বনে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে ২৩৪ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয় ।
এদের নিয়ে কয়েকদিনে সামবিসায় বোকো জঙ্গিদের আস্তানা থেকে ৬৬৭ জন নারী ও শিশুকে উদ্ধার করলো সেনাবাহিনী।
শনিবার অফিসিয়াল টুইটার বার্তায় নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর জানায়, বৃহস্পতিবার সামবিসা বনের কাউরি ও কোনদুগায় আরো ২৩৪জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে।
তবে নতুন উদ্ধার পাওয়াদের মধ্যে ২০১৪ সালের এপ্রিলে উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চিবোক থেকে অপহৃত ২০০ স্কুল ছাত্রীর কেউ আছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উদ্ধার করা এসব নারী ও শিশুদের পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের সংরক্ষিত বন সামবিসায় অভিযান চালিয়ে বোকো হারামের ১৩টি শিবির ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
প্রেসিডেন্ট গুডলাক জোনাথান , সামবিসার বনটি ছিলো বোকো হারামের শেষ আখড়া। তিনি শক্তহাতে নাইজেরিয়াকে জঙ্গিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন।
মন্তব্য চালু নেই