বৈঠক চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডিসি
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৫০) মারা গেছেন।
সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এনডিসি আল- ইমরান জানান, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান।
সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত সবার এবং জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর সংবাদ শুনে শ’ শ’ মানুষ তার সরকারি বাসভবনে ভিড় করছেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার অধিবাসী মো. জাহিদুল ইসলাম চলতি বছরের ২৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
মন্তব্য চালু নেই