এবার চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ ঘেরাও

এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

বুধবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল র‌্যাব ও পুলিশ। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশ এলাকায় কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। সকাল নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান শুরু হয়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সেখানে জঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছে।

গতকাল রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড’ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর অভিযান চালালেও সেখানে কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দও করা হয়নি।

এর আগে গত রবিবার গাজীপুরের টঙ্গীতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উগ্র মতবাদের বই, তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।



মন্তব্য চালু নেই