বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বড় সাফল্য
আফগানিস্তান ও ইরান সীমান্ত-সংলগ্ন বেলুচিস্তানে বড় সাফল্য পেয়েছে বলে দাবী করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক-সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্র ত্যাগ করে তাদের সামনে আত্মসমর্পণ করেছে ‘বেলুচ রিপাবলিকান আর্মি,’ ‘বেলুচ লিবারেশন আর্মি,’ এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৪৩৪ বিদ্রোহী।
পাকিস্তান সেনা কর্মকর্তাদের তদারকিতে শুক্রবার আত্মসমর্পণ করেছে তারা। তাদের মূলস্রোতে ফিরে আসতে স্বাগত জানিয়েছেন সেখানকার লেফটেন্যান্ট জেনারেল আমির রিয়াজ। তিনি বলেছেন, ‘অস্ত্র ফেলে তারা স্বাভাবিক জীবন–যাপন করতে চাইতে ইচ্ছুক সকলকেই স্বাগত জানাবে পাকিস্তান।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লা জেহরির দাবি, ‘কিছু বিদেশি সংস্থা দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের মানুষদের প্ররোচনা দিচ্ছে। নিরীহ মানুষদের হাতে অস্ত্র তুলে দিয়ে পাকিস্তানবিরোধী কাজকর্মে উস্কানি দিচ্ছে।’
এখন পর্যন্ত প্রায় ১৫০০ জন আত্মসমর্পণ করেছে বলে পাক সেনাসূত্রে দাবী। আফগানিস্তান ও ইরান সীমান্তের ওপার থেকে বেলুচিস্তানবাসীকে পাকিস্তানে নাশকতা চালানোর মদত দেয়া হচ্ছে বলে বিভিন্ন সময় ধরে দাবি করে আসছে পাকিস্তান।
মন্তব্য চালু নেই