বেকসুর খালাস পেলেন হোসনি মোবারক

সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে বেকসুর খালাস দিয়েছেন মিশরের সর্বোচ্চ আপিল আদালত। দেশটির ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছিল হোসনি মোবারকের বিরুদ্ধে। ওই অভিযোগ থেকেই বেকসুর খালাস পেলেন তিনি।

২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ১৮ দিনের বিক্ষোভের পর ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন মোবারক। নির্দেশে ২৩৯ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়। ফলে ২০১২ সালে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে দুইবার উচ্চ আদালতে আপিল করেন হোসনি মোবারক।

সরকারি তহবিল তসরুফের অভিযোগে এর মধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন হোসনি মোবারক। বর্তমানে তিনি একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিহতদের স্বজনরা আপিল আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।



মন্তব্য চালু নেই