বুল রানিংয়ে মত্ত ষাঁড়ের হামলায় পড়ে দৈবাত্ জানে বাঁচলেন তরুণ
একেবারে মৃত্যুর সিংহদুয়ারে গিয়েও বেঁচে ফিরল ও। সুদূর আমেরিকা থেকে ২০ বছরের তরুণ বেঞ্জামিন ঘুরতে গিয়েছিল স্পেনে। সেখানে গিয়ে সে যায় ষাঁড়ের সঙ্গে দৌড় বা ‘বুল রানিং’ দেখতে। তারপর সে ঠিক করে বুল ফাইটিংয়ে অংশ নেবে। সেইমত সে ঢুকে পড়ে ষাঁড়দের উত্ত্যক্ত করে ছুটতে থাকে। দৌড়নোর নিয়মকানুন সেভাবে জানা ছিল না তার, হঠাত্ই একটা ষাঁড় তাঁর দিকে ছুটে আসে, পালাতে গিয়ে পড়ে যায় সে।
নিজের বাগে পেয়ে উন্মক্ত ষাঁড় বারবার তাকে মাটিতে ফেলে সিং দিয়ে গুঁতোতে থাকে। সেখানে অচৈত্য হয়ে পড়ে সে। কোনওরকম একজন তাঁকে উদ্ধার করে আনে। অনেকেই ভেবেছিলেন এই মার্কিন পর্যটক হয়তো মারা গিয়েছেন। কিন্তু পরে দেখা যায় সে তখনও বেঁচে। ততক্ষণাত্ হেলিকপ্টারের মাধ্যমে তাঁকে এক হাসপাতালে ভর্তি করা হয়। সবাই হাল ছেড়ে দিলেও ডাক্তররা শেষ চেষ্টা করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা জটিল অপারেশেনর পর তার অবস্থা বিপদমুক্ত হয়। ডাক্তররাও বলছেন, এভাবে আহত কোনও ব্যক্তিকে জীবনে বাঁচাতে পারে যাবে সেটা তারা ভাবেননি। সেই তরুণের সঙ্গে আরও তিন বিদেশী পর্যটক আহত হয়েছিলেন। তাঁরাও সুস্থ আছেন।
গোটা বিশ্ব থেকে প্রায় ৪০ হাজার পর্যটক চার দিনের এই বুল ফাইটিংয়ে অংশ নেন। অনেকেই এর ফলে আহত হন।
মন্তব্য চালু নেই