বিয়ে ঠেকাতে মাথা মুড়িয়ে ফেলল তরুণী

প্রিয় ফুটবল-নায়কের জন্য উন্মাদনায় মাথা মুড়িয়ে তাঁর নাম লিখে রাখেন ভক্তরা রাজনীতিকদের মধ্যেও ভোটে অমুককে হারিয়ে তমুকের মাথা  মুড়িয়ে ফেলার উদাহরণ আছে। কিন্তু প্রতিবাদ জানাতে মস্তক মুণ্ডন?তেমনই হয়েছে ছত্তিশগড়ে।

সেখানে বিলাসপুরের একটি মেয়ে বাড়ির লোক তার অমতে তার জন্য পাত্র ঠিক করে ফেলায় প্রতিবাদে চুল ছেঁটে ফেলেছে! সে বাড়ির বাছাই করা পাত্রকে বিয়ে করবে না বলে পণ করেছে।
একটি সংবাদ চ্যানেলের খবর, মেয়েটির এক বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম হয়েছে লোকটি স্থানীয় জঙ্গলের বনরক্ষী কিন্তু স্বাভাভিকভাবেই দুজনের সম্পর্ক মানতে নারাজ। মেয়েটির পরিবার তারা অন্যত্র মেয়েটির বিয়ে ঠিক করে।অগত্যা নিরুপায় প্রেমিক যুগল সিদ্ধান্ত নেয়, বিয়ের আগেই মেয়েটি মাথা ন্যাড়া করে ফেলবে যাতে হবু স্বামীর বাড়ি থেকে বিয়েটা ভেঙে দেওয়া হয়। সেইমতোই মাথা কামিয়ে ফেলেছে মেয়েটি।
প্রেমের জন্য চুল যায় যাক না!


মন্তব্য চালু নেই