বিয়ের আগের রাতে শপিংমল থেকে তরুণীর ঝাঁপ
রাত পেরোলেই বিয়ের পিড়িতে বসার কথা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা তরুণী শিবানীর। বিয়ের আগের রাতে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডের টিডিআই শপিংমলে চলছিল মেহেদীর অনুষ্ঠান।
রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানের মাঝেই কাউকে কিছু না বলে শপিংমলের পাঁচ তলা থেকে রাস্তায় ঝাঁপ দেন ওই তরুণী। আর এতে হতভম্ব পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, শিবানীর হবু স্বামী সিঙ্গাপুরে কাজ করেন। গত বুধবার তার বাগদান অনুষ্ঠান হয়। কিন্তু হঠাৎ করেই শিবানী কেন আত্মহত্যা করলো তা বুঝে উঠতে পারেনি পরিবার।
এদিকে পুলিশ ঘটনার তদন্ত করছে। আত্মহত্যার কারণ জানতে শিবানীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে ফোন রেকর্ডও খতিয়ে দেখছে।
মন্তব্য চালু নেই