বিয়েতে ৫ লাখের বেশি খরচ না করতে ভারতীয় লোকসভায় বিল
ভারতে বিত্তশালীরা চোখ ধাঁধানো বিয়ের অনুষ্ঠান করে কোটি কোটি টাকা নষ্ট করেন। অথচ দেশটির বহু মানুষ এখনও দুই বেলা পেট ভরে খেতে পান না। আর সেই দেশেই এরকম হাজারো বিয়েতে প্রচুর খাবার নষ্ট হয়।
এবার বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ও খাবারের খরচের উপর রাশ টানতে ভারতের লোকসভায় বিল আনা হচ্ছে। খবর সংবাদ প্রতিদিনের।
বিয়েতে পাঁচ লাখ টাকার বেশি যে পরিবার খরচ করবে, সেই খরচের একটা অংশ বাধ্যতামূলকভাবে দিতে হবে দেশের কোনও গরিব মানুষের মেয়ের বিয়েতে।
কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিভেনশন অফ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার (দ্য ম্যারেজস) বিল ২০১৬ নামের ওই প্রস্তাবটি আসন্ন লোকসভা অধিবেশনে পেশ করবে কংগ্রেস। সাংসদ পাপ্পু যাদবের স্ত্রী ও কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন এই বিলটি পেশ করবেন।
রঞ্জিত রঞ্জন বলেন, কোনও ব্যক্তি তার ছেলে বা মেয়ের বিয়েতে পাঁচ লক্ষ টাকারও বেশি খরচ করলে তার ১০ শতাংশ দেশের কোনও গরিব মেয়ের বিয়েতে দেয়াটা বাধ্যতামূলক করতেই এই বিল আনা হচ্ছে।
মন্তব্য চালু নেই