বিহারে দুর্ঘটনাগ্রস্ত দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, মৃত ৪, নাশকতার দাবি রেলের

দিলীপ মজুমদার (কলকাতা): বিহারের ছাপরার কাছে দুর্ঘটনাগ্রস্ত দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস৷ ১১টি বগি লাইনচ্যুত৷ দুর্ঘটনায় মৃত ৪, আহত ২৩৷ রেলওয়ে সেফটি কমিশনারকে তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর৷ ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর৷

বিহারের ছাপরা স্টেশন পেরিয়ে গোল্ডেনগঞ্জে ঢোকার আগেই হঠাৎ সজোরে ব্রেক কষার শব্দ হয়৷ তার পরেই সব ওলটপালট৷ প্রথমেই বেলাইন হয়ে যায় ইঞ্জিন-সহ বি-৫ থেকে ১০ পর্যন্ত সাতটি কামরা৷ উল্টে যায় ট্রেনটির বি-১, বি-২, বি-৩, বি-৪ কামরা-সহ প্যান্ট্রি কার৷ লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন সহ-১১ টি বগি৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন যাত্রী৷ গুরুতর জখম হন অনেকেই৷

ভোরের আলো ফুটতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়৷

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে রেল৷ সামান্য চোট যাঁরা পেয়েছেন, তাঁদেরও ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও দেওয়ার কথা জানিয়েছে রেলমন্ত্রক৷ ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি৷ তাঁর দাবি, দুর্ঘটনাস্থলের একটা অংশে রেললাইন ভাঙা ছিল৷ এমনকী খোলা ছিল বেশ কিছু ফিশপ্লেট৷

রেলমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন৷ তিনি জানান, রেলওয়ে সেফটি কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে গোটা ঘটনার কথা জানানো হয়েছে বলে জানান রেলমন্ত্রী৷

এ দিন নর্থ ব্লকে স্বরাষ্ট্র দফতর এবং রেল দফতরের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এদিকে দুর্ঘটনার কারণ নিয়ে রেলমন্ত্রক ও বিহার পুলিশ দ্বিমত৷ মাও নাশকতার আশঙ্কা রেলের৷ যদিও মাওবাদী তত্ত্ব খারিজ করে দিয়েছে ছাপড়ার পুলিশ প্রশাসন৷

বিহারের ছাপরায় নিরীহ মানুষের উপর নিরাপত্তা বাহিনী অত্যাচার করছে, এই অভিযোগে বনধ ডেকেছে মাওবাদীরা৷ তার মধ্যেই ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় অন্তর্ঘাতের আঙুল মাওবাদীদের দিকে উঠছে৷ রেলমন্ত্রী সদানন্দ গৌঢ়া প্রথমেই দুর্ঘটনার কারণ নিয়ে এই সন্দেহের কথা তুলে ধরেন৷

যদিও অন্তর্ঘাতের তত্ত্ব খারিজ করে দিয়েছে বিহার পুলিশ৷

প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবও এই ঘটনার পর রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তাঁর অভিযোগ, রাজধানী যাওয়ার আগে পাইলট ট্রেন চালানো হয়নি৷

রেলমন্ত্রক ও বিহার পুলিশের দিনভর টানাপোড়েনের মাঝেই স্বরাষ্ট্র দফতর এবং রেল দফতরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ৷ বৈঠক শেষে তিনি জানান, ঘটনায় মাওবাদী যোগ আছে কি না, সেটা বলার সময় এখনও আসেনি৷



মন্তব্য চালু নেই