বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে সবচেয়ে বড় পোষা ও অভিজাত কুকুর

হাল্ক নামের কুকুরটি পৃথিবীর সবচেয়ে বড় পোষা কুকুর। এখন সে ফুটফুটে আট শিশু সন্তানের গর্বিত জনক। হাল্ক শুধু পৃথিবীর সবচেয়ে বড় পোষা কুকুরই না সে পৃথিবীর সবচেয়ে অভিজাত কুকুরগুলোর মধ্যেও অন্যতমও।

হাল্ক তার এই বিশাল আঁকারের এর কারণে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে। ফলে তার শিশুরাও পাচ্ছে অভিজাত সুরক্ষা ব্যবস্থা।

বর্তমানে এই কুকুরের মালিক জার্মানির অধিবাসী মারলন এবং লিসা। এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে একেকটা কুকুরছানার মূল্য ১৬০০০০ পাউন্ড।

dog2

তাদের বাবার খ্যাতির কারণে তারা এখন পৃথিবীর সবচেয়ে অভিজাত কুকুরে পরিণত হয়েছে এবং তাদের সবচেয়ে সুরক্ষা ব্যাবস্থার মধ্যে রাখা হয়েছে।

কিন্তু গবেষকরা সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে যে এরাও হয়তো তাদের বাবার মতই আকার পাবে অথবা তার চেয়েও বড়। ফলে শিশুগুলোর ক্রেতার সংখ্যা দিন দিন বেরেই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যও।-সূত্র: মেট্রো



মন্তব্য চালু নেই