বিশ্বের সবচেয়ে রহস্যময় ৭ গাড়ি (ছবিতে দেখুন)

সকলে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে বড় হয়। অধিকাংশের মনে ধনী হবার সুপ্ত ইচ্ছা বিরাজ করে। অনেকে সকলের মদ্ধে অন্যতম গাড়ি কেনার চিন্তা করে। সবার মাঝে আলাদা করতে যেয়ে বিভিন্ন সময়ে তারা এমন অদ্ভুদ গাড়ি তৈরি করেছেন যে মানুষ তা দেখে অনেক কৌতূহল প্রকাশ করে। আজ আমরা তেমনি কিছু গাড়ির ছবি দেখব-

১. সবচেয়ে বিভ্রান্তিকর গাড়ি:

2 (2)

এই গাড়িটি সত্যি অনেক বিভ্রান্তিকর। আপনি এক পলক দেখে বলতে পাড়বেন না এর চালক আসন কোথায় রয়েছে।

4_19

২. সর্বাধিক দীর্ঘতম কিন্তু কুৎসিত গাড়ি:

লম্বা গাড়ি ক্রয় করার ইচ্ছা হলে এই গাড়ি কেনার চেয়ে বাস ক্রয় করা ভাল।

2 (3)

৩. ভাঙাচুরা গাড়ি:

এই গাড়িটি দেখলে মনে প্রশ্ন জাগে, আসলেই কি গাড়ির মালিক গাড়ি বানাতে চেয়েছিলেন নাকি অন্যকিছু।

৪. দরজা ছাড়া গাড়ি:

দরজা ছাড়া কোন গাড়ি দেখেছেন কখনও, না দেখলে দেখে নিন। এই রকম গাড়ি কেউ কিনতে চাইবেন বলেআমার জানা নেই।

2 (4)

৫. শিশুপার্ক গাড়ি:

৩ বছরের ছোট শিশুদের জন্য এই গাড়ি একদম পারফেক্ট। এখানে তারা মনমত দৌড়াতে পাড়বে। যা খুশি খেলতে পাড়বে।

5_17

৬. প্রস্তরযুগ গাড়ি:

বনে ঘুরে বেড়ানোর জন্য আদম ও এভ এই পাথরের তৈরি গাড়ি বানিয়েছিলেন।

2 (5)

৭. হাঙ্গর গাড়ি:

জিনি এই গাড়িটি তৈরি করেছেন সে মনে হয় হাঙ্গরের ভক্ত। তাই সেই আকৃতিতে এই গাড়ি তৈরি।–সূত্র: স্টোরিও।



মন্তব্য চালু নেই