বিশ্বের বৃহত্তম বিমান উড়বে আগামী বছর
এটি কোন সাধারণ প্লেন নয়, এক কথায় যাকে বলা হয় ‘সুপার প্লেন’। পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট। এই বিমানটি আগামী বছর নাগাদ আকাশে উড়বার কথা রয়েছে। প্রস্তুতকারকদের দাবি, এই প্লেন মহাকাশচারীদের ভূপৃষ্ঠে বাইরে নিয়ে যেতে পারবে। ভূপৃষ্ঠ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে রানওয়েতে ফেরৎ আসতে পারবে এই সুপারপ্লেন।
স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্টের একেকটি ডানা ৩৮৫ ফুট লম্বা। ছ’টি সিক্স ৭৪৭ ক্লাস ইঞ্জিনে সমৃদ্ধ এই বিমান আগামী বছরই বিশ্বের আকাশে উড়তে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিমানটি নির্মান কারি সংস্থার পক্ষথেকে। বিমানটির ওজন ১ লক্ষ ২০ হাজার পাউন্ড।
মাইক্রোসফটের সহ-কর্ণধার পল অ্যালেন ও বার্ট রুটানের মস্তিষ্কপ্রসূত এই বিমানটি বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান হতে চলেছে। প্রথম বিমানটির নাম দেওয়া হচ্ছে ড্রিম ক্যাচার। পরবর্তিতে নাম পরিবর্তন করে নতুন ভাবে পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট নাম দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই