বিশ্বের প্রবীণতম পুরুষের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের সাকারি মোমোই টোকির একটি হাসাপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১২ বছর। মঙ্গলবার তার মৃত্যুর খবর প্রকাশ করে জাপানি কর্তৃপক্ষ।

কিডনি বিকল হয়ে পড়ায় রোববার তার মৃত্যু হয়। তিনি পাঁচ সন্তানের জনক। পেশাজীবনে হাইস্কুলের অধ্যক্ষ ছিলেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও নারীর স্বীকৃতি পাওয়া জাপানের মিসাও ওকাওয়া এপ্রিল মাসে মারা যাওয়ার পর এই দুই স্বীকৃতির অধিকারী হন যুক্তরাষ্ট্রের আরেক নারী সুসানা মুশহাত জোনস। তার বয়স এখন ১১৬ বছর।

১৯০৩ সালে ফুকুশিমায় জন্মগ্রহণ করেন মোমোই। তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে এবং অধ্যক্ষ হিসেবে তা শেষ করেন।

গিনেস বুকের অথ্য অনুযায়ী, বই পড়তে ও ভ্রমণ করতে পছন্দ করতেন মোমোই। চীনের কবিতার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল।

মোমোইর মৃত্যুর পর গিনেস কর্তৃপক্ষ সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি। তবে এই স্বীকৃতি পেতে পারেন জাপানেরই আরেক প্রবীণ পুরুষ। তার নাম ইয়াসুতারো কোইডি। ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তবে মোমোইর এক মাসের ছোট তিনি।



মন্তব্য চালু নেই