`বিশ্বের জন্য বিপজ্জনক হবেন ট্রাম্প`

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবিলকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিশ্বের জন্য তা হবে বিপজ্জনক। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাইদ আল হুসেইন বুধবার এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, রিপাবলিকান দলীয় এই প্রার্থীর কিছু মন্তব্য আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে। বিশেষ করে ভাসমান সম্প্রদায়কে নিয়ে তার করা মন্তব্য। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে সমালোচনা ভালোভাবে নেয়নি রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, অন্য কোনো রাষ্ট্রের প্রধানকে নিয়ে সমালোচনা করা উচিত নয় জেইদের।

মার্কিন নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে যা বলেছেন এবং তার নীতি থেকে সরে না এসে যদি নির্বাচিত হন তাহলে আমি মনে করি তিনি বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবেন। আর এতে কোনো সন্দেহ নেই।

স্পষ্টত কোনো বিশেষ দেশের রাজনৈতিক প্রচারণায় হস্তক্ষেপ করার ইচ্ছা নেই আমার। তবে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তার ওপর নির্ভর করছে অনেক কিছুই। এর ফলে ভাসমান সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যেতে পারে; যা নিষিদ্ধ।



মন্তব্য চালু নেই