বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু! (ভিডিওসহ)
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হিসেবে যে সেতু খ্যাতি পেয়েছে সেই সেতুটি কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত।
কানাডা ও আমেরিকার দুটি দ্বীপের মধ্যের এই সেতুর দৈর্ঘ মাত্র ৩ মিটার বা ১০ ফুটের মতো। কিন্তু এই ক্ষুদ্র সেতুটিই সংযোগ ঘটিয়েছে দুটি দেশের। অর্থাৎ এটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু। দুটো ছোট ছোট দ্বীপ এই সেতু দিয়ে জোড়া। কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত।
দুটি দ্বীপের মধ্যে বড় দ্বীপটিতে আছে মাত্র একটা বাড়ী যা কানাডার অংশ আর আমেরিকার অংশ ছোট দ্বীপে কোন বাড়ী ঘরদ্বোর নেই। দ্বীপ দুটো হল জাভিকন আইল্যান্ড এবং লিটল জাভিকন আইল্যান্ড।
একটি খুব মজার কাহিনী এই দ্বীপ দুটিকে নিয়ে। এখানে প্রচলিত হয়ে গেছে যে, কানাডার অংশের দ্বীপের মালিক স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝে মাঝে দেশত্যাগ করতেন অর্থাৎ বড় দ্বীপ থেকে ছোট দ্বীপে গিয়ে সময় কাটাতেন।
তবে কাহিনী যাই হোক দুটি দ্বীপের দৃশ্যই অত্যন্ত মনোরম। যে কেও এখানে এলে জীবনের জন্য একটি ভালো উপহার পাবেন- এমনটাই অনেকের ধারণা।
মন্তব্য চালু নেই