বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন না জেনিফার লোপেজ
দিলীপ মজুমদার (কলকাতা): উই আর ওয়ান’৷ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম৷ পিট বুল, জেনিফার লোপেজের মত পপ তারকা থাকা সত্ত্বেও সাড়া জাগাতে পারেনি৷ সাও পাওলোয় ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক দেশের সঙ্গে ক্রোয়েশিয়ার ম্যাচের আগে পিটবুল, ক্লদিয়ারের সঙ্গে গানটি গাওয়ার কথা ছিল জেনিফার লোপেজেরও৷ কিন্তু, শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন জে-লো৷
কেন?
ফিফার তরফে জানানো হয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকবেন তিনি৷ কিন্তু, এই যুক্তিতে সন্তুষ্ট নয় কেউই৷ পিটবুল এ-নিয়ে বিশেষ মাথা না ঘামালেও রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই৷
২০১০ বিশ্বকাপে রেকর্ড গড়েছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’৷ ব্রাজিল বিশ্বকাপে ঝড় তুলেছে তাঁরই লা লা লা৷ যা প্রায় ঢেকে দিয়েছে জে লো-পিট বুলদের অ্যান্থেম৷ সেটাই কি জে লো-র সরে দাঁড়ানোর কারণ? ব্যক্তিত্বের সংঘাত কি ছাপিয়ে গেল উত্সবের রঙকেও?
মন্তব্য চালু নেই